বিনোদন ডেস্ক:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরই ভাইরাল হয়ে যায় তারই মতো একটি ভিডিও। কিন্তু তখনই সবাই আশ্চর্য হয়ে যান যখন দেখতে পান এই ভিডিওর লোকটি অবিকল দেখতে সুশান্তের মতো।
তার নাম সচিন তিওয়ারি। ওই ব্যক্তির ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
সুশান্তের হামসকলের ওই ব্যক্তির ছবি ভাইরাল হতেই, প্রয়াত অভিনেতার ভক্তরা আবেগে ভেসে যান। তবে সচিন তিওয়ারি যতই সুশান্তের হামসকল হন না কেন, তিনি কোনওভাবেই এসএসআর-এর জায়গা দখল করতে পারবেন না বলে জানিয়েছেন তার ভক্তরা।
সুশান্ত তাদের ভালবাসার মানুষ ছিলেন, সচিন তিওয়ারিকে অনেকটাই এসএসআর-মতো দেখতে হলেও, অমিল রয়েই গিয়েছে বলে মন্তব্য করতে শুরু করেন ভক্তরা।
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বন্ধু ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে থেকে বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীও রয়েছেন সেই তালিকায়।
ভিডিও লিঙ্ক: https://www.facebook.com/heyguyzz/videos/285265895919387
সান নিউজ/সালি