সান নিউজ ডেস্ক:বলিউড গায়ক কেকে’র মৃত্যুর ঘটনায় মামলা। বুধবার (১ জুন) সকালে কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কলকাতার নিউ মার্কেট থানায়।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন নিউ মার্কেট থানায়। সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী
কৃষ্ণকুমার কুন্নাথ মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
জানা যাচ্ছে, নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু করেন কেকে। একের পর এক গান গেয়েছেন ভিড়ে ঠাসা হলে। মঞ্চে দাঁড়িয়ে শিল্পী দরদর করে ঘামছিলেন। বার বার মুখ মুছতে দেখা গিয়েছে তাঁকে রুমালে। বোতল থেকে জলও খেয়েছেন একাধিক বার। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। বেশ কয়েকটি গান গাওয়ার পরই অসুস্থ বোধ করেন তিনি। সেখান থেকে হোটেলে ফিরে যাওয়া। এরপর তাকে দ্রুত কলকাতা সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এসআই