সান নিউজ ডেস্ক: দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এবার এই নির্মাতা সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন। উৎসবের ১২টি শাখার সিনেমার মূল্যায়ন করবেন তিনি।
আরও পড়ুন: কষ্ট পেয়েছেন শ্রাবন্তী
ফারুকীর সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন প্রশংসিত অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।
চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘স্ক্রিন হাব’কে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী।১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবার ১২ শাখায় পুরস্কার দেওয়া হবে। উৎসব চলবে আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত।
সান নিউজ/এনকে