সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শুক্রবার (২৭ মে) অপু হাজির হন আমের শহর খ্যাত রাজশাহীতে। তবে সিনেমার কাজ কিংবা আম কেন্দ্রিক কোনো প্রয়োজনে নয়, তার সফর ছিল একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য। সেখানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: শুভকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না
উপস্থিত মানুষের কাছে বাংলা সিনেমার জন্য দোয়া প্রার্থনা করেছেন অপু। তিনি বলেন, ‘আমি আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ার মেয়ে। আপনাদেরই মেয়ে। আপনারা আমাকে ভালোবাসবেন। আমার সিনেমা দেখবেন। বাংলা সিনেমার উন্নয়নের জন্য দোয়া করবেন।’
রাজশাহীর বানেশ্বরে আয়োজিত ‘মার্সেল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মার্সেলের শুভেচ্ছাদূত চিত্রনায়ক আমিন খান। তিনি বলেছেন, ‘রাজশাহী বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ এলাকা। এখানকার মানুষগুলোও অনেক ভালো। তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে।’
ম্যাচ শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন আমিন খান ও অপু বিশ্বাস।
আরও পড়ুন: ভার্মি কম্পোস্টে মোজাম্মেলের মুখে ফুটেছে হাসি
প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।
অপু সর্বশেষ কাজ করেছেন ‘ট্র্যাপ’ নামের একটি সিনেমায়। এতে তার নায়ক জয় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম।
সান নিউজ/এনকে