বিনোদন

আমাকে পঁচা মাছ দিয়েছিল

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, একবার কাওরান বাজার শুটিং হচ্ছিল। আমি মাছের দোকানে গিয়েছি। দোকানদার না চিনতে পেরে আমাকে ৫০ টাকায় পঁচা মাছ দিয়েছিল।

আরও পড়ুন: বাসর রাতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ

শনিবার (২৩ এপ্রিল) বিকেল পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আবাসিকের ড্রিমল্যান্ড রিসোর্টে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ নামের একটি সিনেমার শুটিং শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে সিনেমাটির বিষয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজম বলেন, ‘সিনেমার গল্পটা একজন রিকশাওয়ালার। কিন্তু বাংলাদেশ এখানে আছে দারুণ ভাবে। একদিন এখানে হয়তো ঢাকার কাওরানবাজার, নিউমার্কেট, রেলস্টশন থাকবেনা কিন্তু এই সিনেমায় স্মৃতি থেকে যাবে’।

অনুষ্ঠানে জয়া আহসান বলেন, দর্শকদের কাছে এ সিনেমা তুলে ধরার জন্য আপনারা আছেন। চলচ্চিত্রের কোনো ভাষা নেই সেটা কাজ করতে গিয়ে দেখলাম। পরিচালক ইরানী ছাড়া কোনো ভাষা বোঝে না। কিন্তু তার সঙ্গে কমিউনিকেট করতে আমার কোনো সমস্য হয়নি। এই সিনেমা নতুন কিছু দেবে। আমার ক্যারিয়ারে কিছু একটা যোগ করবে সিনেমাটি।

আরও পড়ুন: বিএনপি নেতা আ’লীগের সভাপতি!

তিনি আরও বলেন, সিনেমায় আমি সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছি। যাদের চোখের সামনে প্রতিদিন দেখি এমন চরিত্রে দেখা যাবে। এই সিনেমার শুটিংয়ে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। আমার মেকআপ ও কস্টিউমস এতো সাধারণ ছিল।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, চলচ্চিত্রের কোনো ভাষা নেই, সেটা কাজ করতে গিয়ে দেখলাম। এই সিনেমার পরিচালক ইরানি ভাষা ছাড়া আর কোনো ভাষা বোঝেন না। কিন্তু তার সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি।’

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

তিনি আরও বলেন, এই সিনেমা ইরান বাংলাদেশ দুই দেশেই মুক্তি পাবে। বাংলাদেশে বাংলায় মুক্তি পাবে ইরানে যখন মুক্তি পাবে ইরানী সাবটাইটেল থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা