বিনোদন

মায়ের নামে মসজিদ বানালেন রোজিনা

সান নিউজ ডেস্ক: মায়ের নামে একটি মসজিদ নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা রোজিনা। এর নাম দেয়া হয়েছে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। নিজস্ব অর্থায়নে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের এ দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়।

আরও পড়ুন: আলিয়া-রণবীরের মেহেদির ছবি ফাঁস

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে মসজিদটি বানানো হয়েছে। মসজিদটির নির্মাণে প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।

এ ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নায়িকা রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি নিজেই বিস্মিত। তিনি তাঁর মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার।’

চিত্রনায়িকা রোজিনা জানান, তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে। গোয়ালন্দ তার নানার বাড়ি। তার অধিকাংশ সময় কেটেছে গোয়ালন্দে। এখানেই বড় হয়েছেন তিনি। বাড়ির বড় সন্তান হিসেবে এই জমি তার মায়ের নামে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর সময় দৃষ্টিনন্দন বহু ধর্মীয় প্রতিষ্ঠান দেখেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন মায়ের নামে গোয়ালন্দে একটি মসজিদ গড়ে তুলবেন।

আরও পড়ুন: নচিকেতার সুরে কন্ঠ দিলেন সামিনা চৌধুরী

তিনি আরও জানান, ২০১৯ সালে মসজিদের জন্য জমিটি ওয়াকফ করে দেন তিনি। মসজিদের কাজ শেষ হওয়ার পর মায়ের নামে গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে তার। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা