সান নিউজ ডেস্ক: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। দীর্ঘ বিরতির পর আবারও নাটকে ফিরলেন তিনি।
আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া
তবে মাঝে বিবাহবিচ্ছেদ, ফের বিয়ে, মা হওয়া ইত্যাদি কারণে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।
গত বছরের ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন শখ। এই সুবাদে তাকে ঘিরে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। মাতৃত্বের স্বাদ গ্রহণের দুই মাস পর শোবিজের কাজে ফেরেন শখ। একাধিক অনুষ্ঠানের মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন শখ। এর নাম ‘ফাটাফাটি প্রেম’। এতে শখের বিপরীতে আছেন জাহের আলভী। জুয়েল এলিন রচিত নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গেল মাসেই এর চিত্রায়ন হয়েছে রাজধানীর উত্তরায়।
আরও পড়ুন: বাঙালির আছে ১২ মাসে তেরো পার্বণ
শখ বলেন, দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।
তিনি আরও বলেন, শুটিংয়ে ফিরে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে; সেটা পাবো তা চিন্তা করিনি। ফিরে মনে হচ্ছে, আগের চেয়ে সবাই অনেক আন্তরিক, আপন হয়ে গেছে।
জানা গেছে, বিয়ে নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। ঈদ আয়োজনে এটি দেখা যাবে আরটিভির পর্দায়।
আরও পড়ুন: আবারও নাটকে মিম
প্রসঙ্গত, শখ ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। শখের প্রথম টিভিনাটকে অভিনয় ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের। বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যমে বাংলাদেশি মডেল শখ মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে। শখ 'এফএনএফ', 'ফিফটি ফিফটি', 'দিবা রাত্রি খোলা থেকো', 'রং', এবং 'কলেজ' নামে কয়েকটি টেলিভিশনের বাংলা নাটকে অভিনয় করেছেন যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল।
নাটক ছাড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে, বলো না তুমি আমার।
সান নিউজ/এনকে