সান নিউজ ডেস্ক : শাকিব-পূজার রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন সফল চিত্র পরিচালক মালেক আফসারী। তিনি একটি ভিডিও বার্তায় অকপটেই সে কথা জানালেন। বললেন, আমাকে যদি জিজ্ঞেস করেন ট্রেলার কেমন লেগেছে, আমি এক কথা বলবো, এমনকি আমাকে যদি বেঁধে পিটানও আপনারাও, তবুও বলব, খুব মিষ্টি লেগেছে আমার কাছে। পূজা চেরিকে দারুণ লেগেছে, শাকিবকেও অনেক কম বয়সী লেগেছে।
আরও পড়ুন: বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন
শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা 'গলুই'র টিজার দেখে মার্কেট গরম করার আহ্বান জানালেন এই নির্মাতা।
আসন্ন ঈদকে ঘিরে জমে উঠছে দেশের সিনেমা বাজার। মুক্তির মিছিলে ইতোমধ্যে কয়েকটি সিনেমা সামিল হয়েছে। এর মধ্যে মূল আকর্ষণ থাকছে গলুই এর দিকে। কেননা এতে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
এস এ হক অলিক পরিচালিত সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। সেখানে চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন শাকিব ও নায়িকা পূজা চেরি। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির টিজার দর্শকদের আকৃষ্ট করেছে।
কিছু পরামর্শও দিয়েছেন মালেক আফসারী। তার মতে, গলুই সিনেমা নিয়ে পর্যাপ্ত প্রচারণা হচ্ছে না। আরও জোরালো প্রচারণা দরকার। এই নির্মাতা বলেন, ট্রেলার প্রকাশ করে চুপচাপ বসে থাকলে হবে না। প্রচারণার জোর কম। মাইন্ড করবেন না। এখনই সিনেমার বাজার গরম করতে হবে। সিনেমা হলের দরজা খোলার জন্য ধামাকা প্রচারণা লাগবে। আর এই প্রচারণা কার হাতে জানেন, পরিচালক অলিক ভাই, প্রযোজক খসরু ভাই এবং এর চেয়ে বড় দায়িত্ব যার, তিনি শাকিব খান।
প্রসঙ্গত, শুটিং শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে গলুই। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে।
ছবিতে দেখা যাবে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শুটিং হয়েছে টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদী তীরবর্তী এলাকায়। ‘গলুই’ চলচ্চিত্রটিতে শাকিবের চরিত্রের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে।
আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
হৃদয়ের কথা খ্যাত এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমায় শাকিব খান ও পূজা চেরি ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
সাননিউজ/এমআরএস