বিনোদন প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুরের মোহনা ছড়াতে মঞ্চে উঠবেন অস্কার জয়ী তারকা এ আর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কনসার্টে দেশের বিখ্যাত শিল্পীরাও পারফর্ম করবেন। এ আর রহমান মানেই অন্য রকম কিছু। এর আগেও ক্রিকেটের নানা উৎসবে মিরপুরে দেখা গেছে এই তারকাকে। এবারের আয়োজনেও তিনিই মধ্যমণি।
এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি শেষ করেছে বিসিবি। স্টেডিয়ামের বড় অংশজুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থী বসার ব্যবস্থা। টিকিট বিক্রি চলছে তিন ক্যাটাগরিতে।
আরও পড়ুন: নিরপেক্ষ আলোচনায় প্রস্তুত ইউক্রেন
বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’। যা মাঠে গড়াবে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৬টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। সংগীতপিপাসুরা বিকেল ৩টা থেকে নির্ধারতি টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন।
স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।
সাননিউজ/জেএস