বিনোদন

পরিবারকে সময় দিতে চেয়েছিলেন আমির

সান নিউজ ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খান বলিউডের এমনই একজন তারকা, যার দীপ্তি বহু বছর ধরে চলচ্চিত্র শিল্পকে আলোকিত করে রেখেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও স্টেশন মাস্টার লাঞ্চিত

গত দু’বছরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, চলচ্চিত্র জগৎ থেকে অবসর নিয়ে নেবেন। ছেড়ে দেবেন অভিনয়, পরিচালনা, প্রযোজনাও। মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে তার শেষ কাজ হবে লাল সিংহ চড্ডা। কিন্তু ছবিমুক্তির আগে সে সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চাননি আমির। তার ধারণা হয়েছিল, তাতে মানুষের মনে হবে, এই ঘোষণা আসলে তার ব্যবসা করার ফন্দি।

সেই সিদ্ধান্তের কথা তিনি জানান তার পরিবারকে। এত বছর যেই মানুষগুলির সঙ্গে তিনি সময় কাটাতে পারেননি, তাদের জন্যই এই সিদ্ধান্ত তার। অবসর নিয়ে পরিবারকে সময় দেবেন। এমনই ভেবেছিলেন আমির। কিন্তু প্রাক্তন স্ত্রী কিরণ রাও থেকে শুরু করে মেয়ে ইরা খান, কেউ তার সিদ্ধান্তে খুশি হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির তাদের প্রতিক্রিয়ার কথা জানান। যে সময়ে প্রথম পক্ষের মেয়ে ইরাকে তিনি এই সিদ্ধান্তের কথা বলেন।

ইরার বলেছিল, গত তিন মাসে আমাদের সঙ্গে যতটা সময় কাটিয়েছ, আমার সারা জীবনে এত সময় দাওনি। তাই আলাদা করে আর অবসর নিও না। তার পরে মস্করা করে নিজের বাবাকে বলেছেন, আর পারছি না তোমায় নিতে।

মেয়ের মানসিক অবসাদের কথা উল্লেখ করে আমির বলেন, ইরা এখন ২৩। সারা জীবনে তার নানাবিধ মানসিক সমস্যা হয়েছে। কিন্তু আমাকে কখনওই সে ভাবে পায়নি ইরা। আমার পরিচালকদের স্বপ্ন ভয়, আতঙ্কের কথা জানি আমি। কিন্তু মেয়ের স্বপ্ন, ভয়, আতঙ্কের কথাই জানিনি কোনও দিন। এত বছর পরে সে সব জেনেছি।

আরও পড়ুন: শুটার গ্রেফতার

প্রসঙ্গত, আমির খানের লাল সিং চাড্ডা’র অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগামী ১৪ এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে সিনেমা মুক্তির দিন পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা