বিনোদন নিউজ ডেস্ক : ফের বিতর্কের ঝড় তুললেন কলকাতার আলোচিত-সমালোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই জনপ্রিয় অভিনেত্রী সাফ সাফ জানিয়ে দিলেন, আমি মরলে আমায় নিয়ে যেন ইন্ডাস্ট্রি আর মিডিয়ায় সার্কাস না হয়।
আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস
টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে তার বাড়িতে সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় অস্বস্তিতে ফেলেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) বিকেলে ইউটিউব চ্যানেলে আগে বলা কথা আরও একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এ অভিনেত্রী।
কথাটির অর্থ বুঝাতে অভিনেত্রী বলেন, প্রথমত : বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দ্বিতীয়ত : বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভাল- এটাও কাম্য নয়।
আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ
শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখনও তার বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে। এই ইচ্ছে তিনি মেয়েকে, তার ঘনিষ্ঠদের জানিয়ে যাবেন। আলাদা করে ইচ্ছাপত্রে লিখেও যাবেন। তার শেষযাত্রায় সামিল হবেন শুধু তার আত্মীয়, কাছের মানুষেরা।
আরও পড়ুন : পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী
১৯৭১ সালের ৩০ আগস্ট ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র জন্মগ্রহণ করেন। এ জনপ্রিয় নিায়িকা অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বিএফজেএ সম্মান।
সান নিউজ/এইচএন