নিজস্ব প্রতিবেদক: শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন টলিউডের অন্যতম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
আনন্দবাজারের খবরে বলা হয়, গত দুই-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার একটি রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
অবশেষে বৃহস্পতিবার ভোরে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন তিনি। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম ছিলো অভিষেক। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে তাকে। কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও।
আরও পড়ুন: সালমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম নেন অভিষেক চট্টোপাধ্যায়। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে সিনেমায় যাত্রা। উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’ প্রভৃতি।
সাননিউজ/এমএসএ