বিনোদন

সুপারস্টার জিতের অতিথি বাদাম বিক্রেতা

সান নিউজ ডেস্ক: চারিদিকে এখন একটি নাম ভুবন বাদ্যকর বা বাদাম কাকু। বিগত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে সর্বত্র একটাই গান চলেছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম। এখন নেটপাড়ার নিউ সেনসেশন পরিণত হয়েছে। ট্রেন্ডিং এই গানের জেরে বীরভূমের দরিদ্র ফেরিওয়ালা ভুবন বাদ্যকর একপ্রকার সেলেব্রিটিতে পরিণত হয়েছেন। এবার টলিউডের সুপারস্টার জিতের অতিথি সেই বাদাম বিক্রেতা।

আরও পড়ুন: রণবীর-শ্রদ্ধার ভিডিও ফাঁস

এবার একা আসেননি , স্ত্রীকে সঙ্গে নিয়েই টিভি পর্দায় হাজির হয়েছেন তিনি। অনুষ্ঠানের নাম ইসমার্ট জোড়ি। এটি সঞ্চালনা করেন জিৎ।

বিশেষ এই পর্বের একটি প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, ভুবন বাদ্যকরকে মঞ্চে ডাকেন জিৎ। হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীকে নিয়ে মঞ্চে পা রাখেন তিনি। এরপর তার স্ত্রীকে জিৎ জিজ্ঞেসা করেন, ভুবন বাবু আপনাকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো উপহার কী দিয়েছেন?

এক গাল হেসে ভুবনের স্ত্রী বলেন, কিস দেয়! সঞ্চালক ফের প্রশ্ন করেন, কীভাবে দেয়? এ কথা শুনেই ভুবন বাদ্যকর স্ত্রীকে জড়িয়ে ধরে দুই গালে চুম্বন করেন।

কাঁচা বাদাম খ্যাত গায়ক ও তার স্ত্রীর এমন রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে, ধন-সম্পদ না থাকলেও তাদের মধ্যে ভালোবাসার শক্তি আছে।

আরও পড়ুন: গায়িকা ঐশীর বাবা মারা গেলেন

জানা গেছে, ইসমার্ট জোড়ি’র বিশেষ এই পর্ব দেখা যাবে আগামী ২৬ মার্চ রাত ৯টায় স্টার জলসায়।

ভুবন বাদ্যকর পেশায় একজন বাদাম বিক্রেতা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন। আর বাদামওয়ালার গানের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসেন অনেকেই। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তাঁর কাছে বাদামও কেনেন অনেকেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা