সান নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অভিনয় ও নাচে মুগ্ধ ভক্তরা। সম্প্রতি নেটফ্লিক্সে তার সিরিজ ‘দ্য ফেম গেম’ মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: তোমার খুব ভালো উদ্যোগ দোস্ত
এই সিরিজটি দিয়ে ওটিটিতে যাত্রা করলেন এ লাস্যময়ী অভিনেত্রী। মুক্তির প্রথম সপ্তাহে এটি ১১ মিলিয়ন ভিউ পেয়েছে।
মাধুরী দীক্ষিত অভিনীত সিরিজটি নেটফ্লিক্সে গ্লোবাল টপে ৬ নম্বরে রয়েছে। শুধু তাই নয় ‘দ্য ফেম গেম’ নেটফ্লিক্সের ১৬টি দেশের মধ্যে শীর্ষ ১০ -এর মধ্যে স্থান পেয়েছে। শুধুমাত্র ভারতে নয়, মরিশাস, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়ও শীর্ষস্থান দখল করেছে।
ত্রিনিদাদ এবং টোবাগো, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের অঞ্চলের শীর্ষ ১০ -এ রয়েছে।
২৫ ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ফেম গেম’ অনামিকা আনন্দের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তিনি একজন সুপরিচিত সুপারস্টার। যার জীবন ছিলো নিখুঁত। হঠাৎ করে তিনি অপহরণের শিকার হন।
আরও পড়ুন: অভিনয়েই অনিয়মিত হয়ে গিয়েছিলাম
সিরিজটিতে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মানব কৌল, মুসকান জাফেরি, লক্ষবীর শরণ, গগন অরোরা এবং রাজশ্রী দেশপান্ডে।
প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত (জন্ম: ১৫ মে, ১৯৬৭) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি সত্তরের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং সাতবার ফোর্বস ভারত-এর ১০০ তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।
সান নিউজ/এনকে