২০১৯ সালে বাংলা সিনেমায় কিছুটা সম্ভাবনা দেখা দিলেও নতুন বছর ২০২০ সালের প্রথম সপ্তাহেই হলগুালোতে নেই কোন নতুন সিনেমা। আর গত বছর শাকিব খানের ‘পাসওয়ারর্ড’ সিনেমাটা ছাড়া দর্শক মনে দাগ কাটতে পারেনি অন্যকোন সিনেমা। তবে ১০ জানুয়ারী বছরের প্রথম ছবি ’জয়নগরের জমিদার ‘প্রর্দশিত হবে।
নতুন বছর,নতুন ছবি দিয়ে শুরু হচ্ছে না,এটা বাংলা সিনেমার জন্য হতাশার বলে মনে করছেন অনেকে। প্রযোজক সমিতির সভাপতি খোরেশেদ আলম খসরু বলেন ,এটা খুবই হতাশার,তবে এমন হওয়ার কথা ছিল না। নতুন বছরে প্রতিসপ্তাহে দুটো করে ছবি মুক্তির জন্য বরাদ্দ ছিলো। কিন্তু এখন জানা গেল ,প্রথম সপ্তাহেই কোন নতুন ছবি নেই। হয়তো কোন পরিচালক ছবি মুক্তির ডেট পরিবর্তন করে নিয়েছেন।
জয়া আহসান ও প্রসেনজিৎ চ্যাটার্জির ‘রবিবার’ছবিটি আমদানি করে ৩ জানুয়ারী বাংলাদেশের হলে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কিছু জটিলতার কারনে দেরী হচ্ছে। আর ছবিটি আমদানিকারি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, রবিবার ছবিটি আগামী সপ্তাহে মুক্তির চেষ্টা চলছে।
এদিকে নতুন সিনেমা নতুন বছরে হলগুলো প্রদর্শন করতে পারে নাই বলে,প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেছেন, এটা সত্যি খুব হতাশার বিষয় । বছরটা খারাপভাবে শুরু হলো। কোন নতুন সিনেমা নাই মুক্তি দেয়ার। হাতে কোন নতুন ছবিই নেই ,আপাতত পুরনো ছবি দিয়ে চলবে হলগুলো।
২০১৯ সালের শেষে মুক্তি প্রাপ্ত দুই ছবিই চলবে হলগুলোতে।২০টির মতো হলে চলবে আসিফ আকবর অভিনীত’গহীনের গান’। আর কিছু হলে চলবে মাসুদ পথিকের ’মায়া’সিনেমাটি। আর আমদানী করা পুরানো কলকতার ছবিও প্রদর্শিত হবে।