বিনোদন ডেস্ক:
বৈশ্বিক মহামারি করেনাভাইরাসের কারণে ঢাকা লিট ফেস্টের দশম আসর এবার আয়োজিত হচ্ছে না। এটি পিছিয়ে ২০২২ সালে নেয়া হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্ ও আহসান আকবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আমরা আমাদের আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। এ কারণে আমরা দুঃখের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে আমাদের দশম আসরটি ২০২১ সালের জানুয়ারির পরিবর্তে ২০২২ সালে অনুষ্ঠিত হবে।
দীর্ঘ নয় বছরের এই আয়োজনে অংশ নিয়েছেন অসংখ্য রথী-মহারথী লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
ঢাকা লিট ফেস্ট বাংলাদেশের একমাত্র আয়োজন, যেখানে নোবেল বিজয়ী কথা সাহিত্যিক ভিএস নাইপল, জীববিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস অংশ নেন।
এছাড়াও অস্কার বিজয়ী অভিনেত্রী টিল্ডা সুইন্টন, পুলিৎজার বিজয়ী লেখক বিজয় শেষাদ্রিসহ অনেকেই অংশ নেন এই আয়োজনে।
সান নিউজ/সালি