বিনোদন ডেস্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। তবে এই ফল মেনে না নিয়ে জায়েদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনেন নিপুণ।
শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিওসহ নির্বাচন প্রভাবিত করার কিছু স্ক্রিনশট ফাঁস করে রোববার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নিপুণ ও তার প্যানেল।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার উপায়
টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসি উত্তপ্ত হয়ে উঠেছে। নিপুণকে এক নম্বর আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ খান।
সেসব অভিযোগ অস্বীকার করে সোমবার (৩১ জানুয়ারি) রাতে এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন ডেকে জায়েদ খান বলেন, রোববার যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। নিপুণকে এক নম্বর আসামি করব। কারণ ওই সংবাদ সম্মেলনে সুপার এডিট করা কিছু স্ক্রিনশট প্রকাশ করে আমাকে হেয় করা হয়েছে। এসব স্ক্রিনশট কিছু অ্যাপ দিয়ে তৈরি করা যায়। সাইবার সিকিউরিটি অফিসে লিখিত আকারে ফাঁস করা স্ক্রিনশটগুলো দিয়েছিলাম।
পরীক্ষা-নিরীক্ষা করে স্ক্রিনশটগুলো ফেক (ভুয়া) বলেছেন সেখানকার বিশেষজ্ঞরা। এসব স্ক্রিনশট প্রকাশ করে আমাকে সারা দেশের মানুষের কাছে ভোট চোর ও খারাপ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো তথ্যসন্ত্রাস। তাই নিপুণকে এক নম্বর আসামি করে মামলা করব। ওই সংবাদ সম্মেলনের ভিডিও দেখে দেখে নিপুণের সঙ্গে যারা ছিলেন, তাদেরও আইনের আওতায় আনতে চাই।
আরও পড়ুন: অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন
জায়েদ আরও বলেন, নিপুণের বিরুদ্ধে আমি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। কারণ ডিজিটাল আইনে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সমর্থিত সূত্র কিংবা সত্যিকারের সাক্ষ্যপ্রমাণ ছাড়া কারও ছবি, কারও লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রচার বা মিথ্যা প্রচারণা চালাতে পারবেন না।
কান্নাজড়িত কণ্ঠে জায়েদ খান আরও বলেন, করোনাকালীন শিল্পীদের জন্য কিনা করেছি আমি! শিল্পীদের জন্য ভালো কাজ করেও আমি আজ দোষী। দেশবাসীর সামনে আমাকে আজ অপমান-অপদস্থ করা হচ্ছে। ভালো কাজ করেছি বলে আমার শত্রু বেড়েছে।
প্রসঙ্গত, ভোট পেতে চিত্রনায়িকা মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন বলে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ আনেন নিপুণ। গায়ে জড়ানো চাদরের তল দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান অভিযোগ আনা হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও জায়েদ খান এক হয়ে কাঞ্চন-নিপুণ পরিষদের বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ তুলেন চিত্রনায়িকা নিপুণ।
সান নিউজ/এনকে