বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাঁর আপিলের প্রেক্ষিতে আজ বিকেলে শনিবার (২৯ জানুয়ারি) আবার ভোট গণনা শুরু করে আপিল বোর্ড। বোর্ডটির চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পুনঃরায় ভোট গণনার সময় উপস্থিত ছিলেন নিপুণ নিজেও।
তবে ভোট গণনা শেষে আগের ফলাফলই চূড়ান্ত বলে জানান নির্বাচন কমিশনার পীরজাদা হারুণ।
নিপুণ ছাড়াও ভোট গননার সময় আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী। তবে এই ফলে সন্তুষ্ট নন নিপুণ। তিনি আগামীকাল এফডিসিতে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
তবু সন্তুষ্ট নন নিপুণ। আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। নিপুণ বলেন, আমি আজ এই ব্যাপারে কিছুই বলব না। কাল সংবাদ সম্মেলনে সবার সামনে প্রমাণ সাপেক্ষে সব কিছু তুলে ধরব।
আপিল বোর্ডের চেয়ারম্যান সোহান বলেন, আগের ফলাফলই সঠিক আছে। নিপুণের ১৪টি ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। আমরা নিপুণকে সঙ্গে নিয়েই ভোট গুনেছি। তিনি চোখের সামনেই সব কিছু দেখেছেন। ’ এবারের নির্বাচনে কার্যকরী পরিষদে ১০টি ও সম্পাদকীয়তে ২৬টি ভোট অকার্যকর হয়েছে বলে জানান সোহান।
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল, মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫টি ভোট বৈধ।
সান নিউজ/এনকে