বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন ছিল গতকাল ২৮ জানুয়ারি (শুক্রবার)। নির্বাচনের দিন চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি।
এ বিষয়টি অপমানজনক দাবি করে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণাসহ বেশকিছু কর্মসূচি দিয়েছেন ১৮ সংগঠনের নেতারা।
শনিবার (২৯ জানুয়ারি) এসব কর্মসূচি ঘোষণা করেন ১৮ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
এসময় তিনি বলেন, যেহেতু শিল্পীদের নির্বাচন করতে অনেক পুলিশ লাগে, অনেক নিরাপত্তা লাগে এবং অন্যদের সমস্যা হয় তাই আমরা আর কখনোই শিল্পী সমিতির নির্বাচন এফডিসির ভেতরে হতে দেবো না।
সান নিউজ/এনকে