বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি ফাল্গুনী হামিদ করেনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সাথে করোনা পজিটিভ হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।
শনিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী তনিমা হামিদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।
কামরুজ্জামান বাবু জানান, ‘বছরের প্রথমদিনে খবরটি পেয়ে মনটা বিষণ্ন হলো। আশার কথা, তাঁরা দু’জনেই জটিলতা মুক্ত আছেন। চিকিৎসকদের মনিটরে আছেন। আশা করছি, শিগগিরই দুজনেই নেগেটিভ ফল নিয়ে বাসায় ফিরবেন।’
প্রসঙ্গত, সাতক্ষীরার কালিগঞ্জ থানার উত্তর শ্রীপুর গ্রামের নিখিল চন্দ্র রায় ও সুষমা রায় দম্পতির আদরের মেয়ে পদ্মই হচ্ছেন সবার প্রিয় অভিনেত্রী, নাট্যনির্দেশক ফাল্গুনী হামিদ। ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর। ভালোবেসে বিয়ে করেন ম. হামিদ ও ফাল্গুনী হামিদ। এরপর ১৯৭৯ সালের ১২ মার্চ সেই বিয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। সেদিন থেকে ফাল্গুনী রায় চৌধুরী হয়ে যান ফাল্গুনী হামিদ।
সান নিউজ/এমকেএইচ