বিনোদন

ভিকি-ক্যাটরিনার হবে না হানিমুন 

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ প্রেম থেকে শুরু করে বিয়ে—কোনো দিনই মুখ খোলেননি। একসঙ্গে ছুটি কাটাতে গিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন তারা। ক্যাটরিনার ফ্ল্যাটের বাইরে পাপারাজ্জির ক্যামেরায় হরহামেশাই ধরা পড়েছেন ভিকি কৌশল। শুধু তা-ই নয়, ‘সরদার উধম’ ছবির বিশেষ প্রদর্শনীতে দুজনকে ঘনিষ্ঠভাবেও দেখা গেছে। অবশেষে সব গুঞ্জন সত্যি হতে চলল। বিয়ে করছেন এই জুটি। তবে ভিকি-ক্যাটরিনার হানিমুন হবে না বলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ঐতিহ্যবাহী সিক্স সেন্সেস প্যালেসে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জমকালো বিয়ের আসর বসছে। বুধবার (৮ ডিসেম্বর) মেহেদি ও হলদির অনুষ্ঠান। তারপরই বিয়ের মূল অনুষ্ঠান। ইতিমধ্যে অতিথিরা পৌঁছে গেছেন বিয়ের আসরে। কড়া নিরাপত্তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিয়ের ছবি দেখা যাচ্ছে না। অতিথির তালিকায় আছেন কবির খান, মিনি মাথৌর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, শর্বরী বাগ, সিমরান কাউর প্রমুখ।

সাধারণত বিয়ের পরই নতুন দম্পতির চোখ থাকে হানিমুনে। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিয়ের পর হানিমুনে যাচ্ছেন না দম্পতি ভিকি-ক্যাটরিনা। এই মুহূর্তে তাদের হাতে অনেক কাজ। সেই কাজ থেকে বিরতি নিয়েই বিয়ে করছেন। বিয়েটা হয়ে গেলে তারা আর সময় নষ্ট করতে চান না। সোজা যার যার কাজে মনযোগ দেবেন।

জানা গেছে, বিয়ের পর শ্রীরাম রাঘবনের ছবির শুটিংয়ে নেমে পড়বেন ক্যাটরিনা কাইফ। এই ছবিতে তাকে দেখা যাবে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেথুপতির সঙ্গে। অন্যদিকে ভিকি কৌশল পরিচালক দিনেশ ভিজানের ছবিতে শুটিং শুরু করবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা