বিনোদন

নায়ক হিসেবে শাকিব খানকে চাই (ভিডিও)

বিনোদন ডেস্ক: শোবিজ জগতে জনপ্রিয় বাংলাদেশি মডেল লিয়ানা লিয়া বলেছেন, শাকিব খান আমার প্রিয় নায়ক। যদি কখনও সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব পাই, তাহলে ‘নায়ক’ হিসেবে শাকিব খানকে চাই। তার চলাফেরা, কথা বলার ধরণসহ সব কিছু আমার খুব ভালো লাগে। সিনেমা জগতে তার কোনো দুর্নাম নাই। অপুর সাথে ডিভোর্সের মতো ছোট খাটো দুই-একটা ঘটনা মানুষের জীবনে থাকতেই পারে। এটাকে বড় করে দেখা উচিত নয়।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে অতিথি ছিলেন সুদর্শন সংগীত শিল্পী তানজিব সারোয়ার।

লিয়া আরও বলেন, সব নায়িকাই উল্টাপাল্টা করে, কিন্তু নাম হয় শুধু পরীমনির। তিনি আসলে একটু স্বাধীনচেতা। তাই হয়তো আলোচনায় থাকতে পরীমনি এসব করে থাকতে পারেন। তবে সব কিছুর একটা সীমাবদ্ধতা থাকা উচিত। বিখ্যাত ব্যক্তিদের সব কিছু করতে নেই, সব ব্যক্তিগত কিছু দেখাতেও নেই। আমরা একটি সমাজে বসবাস করি। আমাদের মা-বাবাসহ পরিবার-পরিজন আছে। তাদের কথাও ভাবতে হয়।

এক প্রশ্নের জবাবে মিউজিক ভিডিও’র প্রিয়দর্শিনী মডেল লিয়া বলেন, নাটকে আমার প্রিয় অভিনেতা আরফান নিশো। আর অভিনেত্রী মেহজাবীন আপু। তবে আমি যদি নাটকে অভিনয় করার সুযোগ পাই, তাহলে নায়ক হিসেবে নিশো ভাইয়াকেই চাইবো। আর চলচ্চিত্রে আমার প্রিয় নায়ক শাকিব খান ও সিয়াম। অন্যদিকে প্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তিনি অনেক মেধাবী অভিনেত্রী। তাছাড়া নুসরাত ফারিয়া অনেক গুছিয়ে চলেন। তার মনে কোনো অহংকারবোধ নেই। তবে আমি চাই ক্যাটরিনা কাইফ আমাকে অনুসরণ করুক, আর অনুসরণ না করলেও আমাকে অন্তত দেখুক।

একই অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনি প্রসঙ্গে সময়ের জনপ্রিয় তরুণ সংগীত শিল্পী তানজিব সারোয়ার বলেন, পরীমনির সিগারেট খাওয়ার দৃশ্য ভালো লাগেনি। ঢালিউডে আমার প্রিয় নায়িকা জয়া আহসান। তবে আমার বিপরীতে নতুন নায়িকা চাই। না হলে পূজাচেরিকে চাই। আর আমি চাই সালমান খান আমাকে অনুসরণ করুক। আমি তাকে ভালোবাসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা