নিজস্ব প্রতিবেদক: কুরুচিপূর্ণ ও অশ্লীল কনটেন্ট তৈরি ও অভিনয়ের অভিযোগে শামিনুর রহমান ওরফে চিকন আলীসহ তিনজনকে আটক করেছিল ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ভবিষ্যতে আর কখনো এমন কনটেন্ট তৈরি না করা মর্মে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকায় ছেড়ে দেওয়া হয় চিকন আলীকে। ছাড়া পাওয়া অন্য দুজন হলেন- প্রযোজক মো. শাসসুল হক (৫৫) ও পরিচালক উত্তম কুমার ধর (৩৮)।
ডিবি সূত্র জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে দেখতে পায়, কয়েকটি চক্র অশ্লীল ও কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করছে। পরে অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্টের অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী (৩৭), পরিচালক উত্তম কুমার ধর (৩৮) ও প্রযোজক মো. শাসসুল হককে (৫৫) ডেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাদের কৃতকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ইতিপূর্বে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করার বিষয়টি স্বীকার করেছেন।
সাননিউজ/এমআর