বিনোদন প্রতিবেদক :
করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস কোনো স্টেজ শো নেই, ঘরোয়া গানের আয়োজন নেই, টেলিভিশনে নতুন অনুষ্ঠান প্রায় নেই বললেই চলে।
এ অবস্থায় অনেক শিল্পীই ক্ষতিগ্রস্থ। তাদের সহযোগিতার জন্য এবার চ্যারিটি উৎসবের আয়োজন করা হয়েছে।
ফেসবুকে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন বাউল শিল্পীরা। অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যাল’।
বৃহস্পতিবার (১১ জুন) থেকে ফেস্টিভ্যাল শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন রাত ৮ টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে ১১ টা পর্যন্ত।
জানা গেছে, বিত্তবানদের পাঠানো সহযোগিতা আয়োজকরা পৌঁছে দেবেন অস্বচ্ছল শিল্পীদের মধ্যে, যা দিয়ে তাদের কিছুটা হলেও প্রয়োজন মিটবে।
বৃহস্পতিবার উদ্বোধনী পরিবেশনায় থাকবেন রংপুর বেতারের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী তনু রায়। এছাড়া এই অনলাইন চ্যারিটি ফোক ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা, প্রতিশ্রুতিশীল এবং গুণী শিল্পীরা।
এ তালিকায় রয়েছেন, কামরুজ্জামান রাব্বী, আনান বাউল, বাউল খগেন্দ্রনাথ সরকার, এরশাদুল হক, মুসা কলিম মুকুল, জসীম উদ্দিন, ফতেহ আলী খান আকাশ এবং গোবিন্দ দাস।
এ বিষয়ে দ্য মিউজিসিয়ানস’র পক্ষ থেকে গোবিন্দ দাস বলেন, যারা শুধু গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েই থাকেন এমন অনেক শিল্পীর আর্থিক অবস্থা ভালো নয়। তাদের দুর্দিনে পাশে থাকা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাই আমাদের ফান্ডে সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি আমরা অনুরোধ জানাবো। সে ফান্ড দিয়েই অসচ্ছল শিল্পীদের সাহায্য করা হবে।
করোনায় অসহায় শিল্পীদের সহযোগিতা করার জন্য অ্যাকাউন্ড নম্বর দেয়া হয়েছে। বিকাশঃ ০১৫১৬১৪৮৪১২। উৎসবটি ‘দ্য মিউজিসিয়ানস’-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
সান নিউজ/সালি