বিনোদন ডেস্ক: টানা এক মাস গান গাইতে পারবেন না যুক্তরাজ্য প্রবাসী ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী। এমনকি কোনো কথা বলতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানা গেছে, সুরেলা ও শুদ্ধ সংগীতশিল্পী সাহানাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে চিকিৎসক। গলার স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে তার। সেটির চিকিৎকার অংশ হিসেবে আপাতত গান ও কথা বলা থেকে বিরত থাকতে হচ্ছে সুরেলা ও শুদ্ধ সংগীতে এই গায়িকাকে।
সম্প্রতি বিষয়টি নিয়ে সাহানা ফেসবুকে লিখেছেন, ‘স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে ভালোমতো রক্তক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এ যাবৎকাল নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাদের ওপর আমি চিৎকার করি, তাদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।’
সান নিউজ/এমকেএইচ