বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করবেন বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রের খবর বলছে,তিনি সত্যিই গ্রিন কার্ড পেয়ে গেছেন।কিন্তু শাকিব খানের মতো ঢালিউডের শীর্ষ মহা তারকা যদি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে দেশ ছাড়েন,তবে সেটা বাংলাদেশের বিনোদন জগতের ওপর অনেক বড় ধাক্কার সামিল হবে।
শোনা যাচ্ছে, গত বছরেই যুক্তরাষ্টের ইবি ক্যাটাগরির ভিসার জন্য তিনি আবেদন করেছিলেন।ইবি ক্যাটাগরি হলো-যারা মেধাবী ও দক্ষ পেশাজীবী,শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ইত্যাদি। এই বিশেষ যোগ্যতায় আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর যাদের কাজের স্বীকৃতি আছে তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। আমেরিকার মেধাসম্পদ বৃদ্ধি এর অন্যতম কারন।
সান নিউজ থেকে শাকিব খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, ফোন বন্ধ থাকায় তাঁর কাছ থেকে এ সর্ম্পকে কোন তথ্য পাওয়া যায়নি।
সময়ই বলে দিবে কিং খান আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা! তবে ইতোপূর্বে বাংলাদেশের আরও অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের মধ্যে আছেন, রিচি সোলায়মান, মোনালিসা, টনি ও প্রিয়া ডায়েস, সোনিয়া, দিলরুবা রুহি, তমালিকা কর্মকার, শ্রাবন্তী, শামীম শাহেদসহ আরও অনেকে। তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন।