বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো আধ্যাত্মিক গুরুর চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিকাপ্রিও। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি, করেছেন বায়োপিকও।
নতুন এ ছবির নাম ‘জিম জোনস’। অস্কার-জয়ী অভিনেতা ছবিটির প্রযোজনায়ও থাকছেন।
১৯৫৫ সালের দিকে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে টেম্পল প্রতিষ্ঠা করেন জোনস। ১৯৭০ এর দশকে খোলাখুলি খ্রিষ্টান ধর্ম ত্যাগ করেন তিনি, নিজেকে খোদা দাবি করেন। এরপর ১৯৭৪ সালে গায়ানায় বসবাস শুরু করেন। সব মিলিয়ে রহস্যঘেরা এ চরিত্রে নানান সময়ে বিভিন্ন মাধ্যমে চর্চিত হয়েছে।
১৯৭০ এর দশকে আলোচনায় আসেন এই কাল্টগুরু। ১৯৭৮ সালে ১৮ নভেম্বর তার অনুপ্রেরণায় গণ আত্মহত্যায় মাতেন ভক্তরা।
গায়ানার রাজধানী জর্জ টাউনের একটি বিমানবন্দরের পাশে টেম্পল খুলেছিলেন জোনস। সেখানে ৯০৯ জন মানুষ আত্মহত্যায় অংশগ্রহণ করে।
এ দিকে ডিকাপ্রিও’কে সামনে দেখা যাবে অ্যাডাম ম্যাকির নেটফ্লিক্স কমেডি ‘ডোন্ট লুক আপ’-এ, বিপরীতে আছেন জেনিফার লরেন্স। আরও আছে জোনাহ হিল, টিমোথি চালামেট, মেরিল স্ট্রিপ, কেট ব্লাঙ্কচেট ও আরিয়ানা গ্রান্ডে। এ ছাড়া অভিনয় করছেন মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে।
সান নিউজ/এনকে