বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গীতা বসরা বলেছেন, আমি একজন পরিশ্রমী মা হতে চাই, যিনি তার পরিবারকে ভালোভাবে গড়ে তুলবে। আজ আমাদের যা কিছু আছে তাদের কারণেই। আমি আমার অনুপ্রেরণা হিসেবে এটি গ্রহণ করি। আমি মনে করি না যে নারীদের তাদের যেকোনো আবেগকে ছেড়ে দেওয়া উচিত।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিল্লাকে এসব কথা বলেন তিনি। জন্মসূত্রে ভারতীয় হলেও গীতার জন্ম ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে পোর্টসমাউথে। ১৯৮৪ সালের ১৩ মার্চ পাঞ্জাবি পরিবারে গীতার জন্ম হয়। ছোটবেলায় কিছুদিন সেখানে কাটিয়ে গীতা মুম্বইয়ে চলে আসেন। এখানে অভিনয়েরও পাঠ নেন। পরে বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে তৈরি এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন এবং প্রথম সিনেমা থেকেই সেক্সি ইমেজ তৈরি হয়ে যায় গীতার।
ভারতীয় দলের সাবেক স্পিনার হরভজন সিংকে বিয়ে করে অভিনয় ছাড়েন বলিউডের অন্যতম অভিনেত্রী ছিলেন গীতা বসরা। আট বছর সম্পর্ক শেষে ২০১৫ সালে তারা বিয়ে করেন। তবে সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন গীতা।
অভিনেত্রী গীতা বসরা আরও বলেন, একজন মা হওয়াই আমার জীবনে সবচেয়ে বড় পুরস্কার এবং পরিপূর্ণ ভূমিকা ছিল আমি হিনায়ার সঙ্গে থাকার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। চলচ্চিত্রে অভিনয় করতে চাই না, এটা একেবারেই আমার নিজের ইচ্ছায়। আমি মাতৃত্বকে উপভোগ করছিলাম এবং নিশ্চিত হয়েছি যে আমি তার প্রতিটি মুহূর্তের সঙ্গে থাকছি। তার প্রথম হাঁটা, তার প্রথম হাসি, তার প্রথম শব্দ- এসব উপভোগ্য।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেতা ইমরান হাসমির বিপরীতে 'দিল দিয়া হ্যায়' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতা বসরার। এর আগে ২০০৭ সালে ‘দ্য ট্রেন’ সিনেমায় কাজ করে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন গীতা বসরা। এ ছাড়াও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পাঞ্জাবি ছবি ‘লক’ নামের সিনেমায় এই নায়িকাকে শেষবার দেখা গিয়েছিল।
সান নিউজ/এমকেএইচ