বিনোদন ডেস্ক: টিকটক কমেন্টে চরম সাম্প্রদায়িক সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছেন জনপ্রিয় তরুণ মডেল সেমন্তি সৌমি। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন, তবে ঘুরেও দাঁড়িয়েছেন এই সাহসী তরুণী।
সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাতকারে এই অভিজ্ঞতার কথা জানান তিনি।
অনুষ্ঠানে প্রায় ৭০০ কমেন্টের মধ্যে বেশ কিছু কমেন্ট পড়ে শুনান সৌমি। যাতে শোনা যায় এক শ্রেণির দর্শক চরম সাম্প্রদায়িক মনোভাবে পরিচয় দিয়েছেন। তাদের বেশ কিছু কমেন্ট এতই অশ্লীল, তা লেখার অযোগ্য।
সৌমি বলেন, আমি কখনও কাউকে গালি দেইনি। আমি যে পরিবারে বড় হয়েছি। সেখানে গালিটা শিখিনি। আর কখনও আমি চিন্তা করতে পারি না, অন্য ধর্মের কাউকে গালি দিবো।
তিনি আরও বলেন, সবার উচিত প্রত্যেকের ধর্মকে সম্মান করা। আমি কলকাতার মেয়ে হলেও বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে বড় হয়েছি। কিন্তু এই টিকটকের আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি।
সান নিউজ/এমকেএইচ