বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের আলোচিত নারী রানু মণ্ডল ভাইরাল হয়েছিলেন লতা মঙ্গেশকরের বিখ্যাত গান এক পেয়ার কা নাগমা হ্যায় গান গেয়ে। বলিউডে পর্যন্ত ডাক পান তিনি। এবার বাংলাদেশের সিনেমা গাইতে যাচ্ছেন রানু মণ্ডল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশের ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম।
তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুটি সিনেমায় গাইবেন রানু। আর এই সিনেমা দুটি প্রযোজনা করছেন তিনি। বুধবার তিনি রানু মণ্ডলের নিকট থেকে চূড়ান্ত সম্মতি পান ও একটি চুক্তি সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন।
আশরাফুল আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। এরপর তিনি টোকাই নামে আরেকটি সিনেমা শুরু করবেন বলে জানা গেছে।
সান নিউজ/এনকে