বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনাজের জন্মদিন আজ শুক্রবার (২৯ অক্টোবর)। নব্বই দশকে ঢালিউডে অন্যতম সফল ও জনপ্রিয় ছিল এই নাঈম-শাবনাজ জুটি।
পরে তারা বিয়েও করেন। এই অভিনেত্রীর ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই চলচ্চিত্রকে বিদায় জানিয়ে শুরু করেন সংসার জীবন। ১৯৯৪ সালে ঘর বাঁধেন নাঈম-শাবনাজ জুটি। তাদের দুই মেয়ে রয়েছে।
তবে শাবনাজ খ্যাতিমান নির্মাতা এহতেশাম এর পরিচালনায় ‘চাঁদনী’ সিনেমার দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয়। এরপর একে একে বেশকিছু সিনেমায় অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেন তিনি।
সেই ‘চাঁদনী’ সিনেমায় শাবনাজের নায়ক ছিলেন নাঈম। ১৯৯১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি এই জুটিকে রাতারাতি পরিচয় করে দেয় বাংলা সিনেমার দর্শকদের কাছে। শাবনাজ পরিণত হন বাংলা সিনেমার নির্ভরযোগ্য নায়িকায়। ১৯৯৬ সালে 'নির্মম' ছবিতে অভিনয়ের জন্য তার হাতে ওঠে সিনেমার সর্বোচ্চ সম্মাননা।
জানা গেছে, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার,’ ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’ ও ‘অনুতপ্ত’সহ বিশটির মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাঈম ও শাবনাজ জুটি।
২৯ অক্টোবর জন্ম নেওয়া প্রিয় নায়িকা শাবনাজকে সান নিউজ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
সান নিউজ/এমকেএইচ