নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশনে নতুন কুঁড়িসহ বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠান আবারও চালু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাই স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, দাদু ভাই তার কাজের প্রতি একনিষ্ঠ ও দায়িত্বশীল ছিলেন। তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন।
শিশুদের প্রতিভা বিকাশের ক্ষেত্রগুলোতে কাজ করতে পারলে জঙ্গিবাদ কমে যাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, অনেকেই শিশু সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের বিকাশের জন্য কাজ করছেন কিন্তু শিশুদের জন্য এখন কাগজে তেমন কিছু দেখা যায় না। তাই সাংবাদিক, মালিকসহ সকলকে সংবাদপত্রে শিশুদের পাতাটি চালুর অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত, শিশু সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাই গত ১০ অক্টোবর ৮৪ বছর বয়সে মারা যান।
সান নিউজ/এফএইচপি