বিনোদন প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে নায়ক জায়েদ খানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হিরো আলম। হিরো আলমের পোস্ট করা ভিডিওতে তিনি বলছেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো। দেখি আপনাকে কয়জন চেনে, আর হিরো আলমকে কয়জন চেনে।
মূলত ঘটনাটির সূত্রপাত হয় শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠান থেকে। সেই লাইভে উপস্থিত ছিলেন মিশা সওদাগর ও জায়েদ খান। জয় মিশা সওদাগরকে প্রশ্ন করলেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম?
এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি অভিনেতা মিশা সওদাগর। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। মিশা বলেন, 'ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য। কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙান।'
জায়েদ বলেন, 'না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছে যে মিউজিক ভিডিও করে, উনার কথা বলছেন। তিনি জয়ের প্রশ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন না না হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে। হিরো আলম নামে কাউকে চিনি না।'
জায়েদ খানের এমন বক্তব্য সহজভাবে নিতে পারেননি হিরো আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরিয়ার নাসিম জয়ের এই লাইভের সঙ্গে নিজের ভিডিও জুড়ে দিয়ে বলছেন, জায়েদ খান আপনি আমাকে চেনেন না। আমি এর আগে একটা সিনেমা করেছি 'মার ছক্কা'। আমার দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। যার প্রযোজনা আমি নিজেই করেছি, নিজেই হিরো।'
হিরো আলম ভিডিওতে বলেন, 'হিরো আলমকে ওরা তুচ্ছ করে মূল্যায়ণই দিলো না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো, দেখি আপনাকে কয়জন চেনে, আর আমি হিরো আলমকে কয়জন চেনে। আপনি এইভাবে কথা বললেন না? আপনাদের এই রকম অহংকারী কথাবার্তার জন্য আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে।'
হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি এই মুহূর্তে বগুড়ায় আছি। ভিডিও প্রসঙ্গে কথা বললে তিনি বলেন, 'জায়েদ খান ভাই আমাকে তুচ্ছ করে কথা বলছে। এতে আমি অপমানিত হয়েছি। উনি এইভাবে কথা বলতে পারেন না। উনাকে কয়জন চেনে? আপনারা জানেন আমাকে কয়জন চেনে, আমাকে ভারতের বিভিন্ন এলাকা থেকে ডেকে নিয়ে যায়। উনি নিজের কথা না ভেবে পরকে এভাবে তুচ্ছ করে বলেই চলচ্চিত্রের এই অবস্থা।'
সান নিউজ/ আরএইচ