যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জলবায়ু পরির্বতন নিয়ে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় অভিনেতা জোয়াকিন ফিনিক্স। আন্দোলনে এই অভিনেতা ছাড়াও অংশ নেওয়ায় হলিউড আরেক তারকা অভিনেতা মার্টিন শিনকেও গ্রেফতার করা হয়েছে।
সাম্প্রতি, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার শিরোপা জিতে নিয়েছিলেন 'জোকার' খ্যাত অভিনেতা ফিনিক্স।
দুবারের অস্কার বিজয়ী খ্যাতনামা হলিউড অভিনেতা ও সমাজকর্মী জেন ফন্ডা প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হন। পরবর্তীতে তার ফায়ার অ্যাণ্ড ড্রিল শীর্ষক আন্দোলনে যোগ দেন ফিনিক্স ও মার্টিন।
ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গের কারণে শুক্রবার (৯ জানুয়ারি) ১৪৭ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের তালিকা প্রকাশ করেননি পুলিশ।