বিনোদন ডেস্ক: পাঁচ মাস ধরে কথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী। তিনি নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। তবে গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী বিষয়টি অস্বীকার করে জানান, যা রটেছে, তা একেবারেই মিথ্যা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পী লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন। গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন তিনি। ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে বাপ্পীর।
তবে গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী জানান, আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
সান নিউজ/এমকেএইচ