বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার আট বছর পূর্ণ হয়েছে।
ব্যক্তিজীবনে সুশান্ত ও পরিণীতির বেশ ভালো বন্ধুত্ব ছিলো। সিনেমার আট বছর পূর্ণ উপলক্ষে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রয়াত বন্ধুকে স্মরণ করেছেন ‘ইশাকজাদে’ অভিনেত্রী।
‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার শুটিংয়ের বিভিন্ন অংশ নিয়ে একটি ভিডিও পোস্ট করে পরিণীতি ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে মনে পড়ছে সুশান্ত।’
‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার অভিনেতা ঋষি কাপুরকেও উদ্দেশ্য করে ক্যাপশনে আরও লিখেন, ‘আপনাকেও মনে পড়ছে ঋষি স্যার। আজ আপনাদের কথা অনেক মনে পড়ছে।’
সান নিউজ/এমএইচ