বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলেই এখন একটিই গান শোনা যায় সিংহলী ভাষার গান, ‘মানিকে মাগে হিতে’। তবে এই অচেনা ভাষার গানটির শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। মিষ্টি চেহারার ইয়োহানি মাইক্রোফোনের সামনে গানটি পরিবেশন করে।
কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল সিংহলি ভাষার গানটি ঘিরে তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে। এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
শ্রুতিমধুর এই গানটি হিরো আলম গাওয়ার পর অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। হিরো আলমকে কেন এই গান গাইতে হবে? এমন প্রশ্ন অনেকেরই।
হিরো আলম বলেন, 'এক লাখের ওপর মানুষ আমাকে অনুরোধ করেছেন গানটা যেন গাই। এর মধ্যে পশ্চিমবঙ্গের অনেকে রয়েছেন। রয়েছেন মধ্যপ্রাচ্যের বাঙালি ভাইয়েরা, এ ছাড়া বিভিন্ন দেশের বাংলাদেশি ভাইয়েরা। দেশের অনেক দর্শক-শ্রোতা অনুরোধ তো করেছেনই। আপনারা তো জানেন আমার ১১ লাখের পেইজ রয়েছে, সেখানেই প্রতিদিন হাজার হাজার মেসেজ আসত। যার কারণে গানটা না বুঝলেও কষ্ট করে গেয়েছি।'
তিনি বলেন, 'মানুষ নানা কথা হজম করার ক্ষমতা আছে। না হলে এত দিন যত কথা শুনেছি তাতে আমি হিরো আলম হারিয়ে যেতাম। মানুষের কথা গায়ে লাগালে অসুস্থ হয়ে যেতাম। যে যাই বলুক আমি আমার মতো করে গেয়েছি, এতে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই।'
সান নিউজ/এমএইচ/এমকেএইচ