বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এটি দেশটির অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ।
সোমবার (৩০ আগস্ট) সে কারণে তাকে দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কয়েক দিন আগেই জ্যাকুলিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে ইডি। এরপর তাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়া দিয়ে জ্যাকুলিন হাজির হন দিল্লির ইডি কার্যালয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে জ্যাকুলিনের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণেই তার বয়ান রেকর্ড করা হয়েছে। কেবল জ্যাকুলিন নয়, অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি।
বলে রাখা প্রয়োজন, জ্যাকুলিন ও ইয়ামিকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি সিনেমায়। যেটার নাম ‘ভূত পুলিশ’। এতে তাদের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর। সিনেমাটি আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।
সাননিউজ/এএসএম