আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর সেখান থেকে উঠে আসতে শুরু করেছে একের পর এক ভয়াবহ ছবি। বিধ্বস্ত বিমানটিতে ছিলেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।
শুক্রবার (২২ মে) করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।
পিআইএ-র বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।
টুইটার জুড়ে শুরু হয় জোর শোরগোল। এরপর পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান।
তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।
এদিকে পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি বিধ্বস্ত হয়, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বি টাউনের একাধিক তারকা।
সান নিউজ/ আরএইচ