নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা একা মাদক ও গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত থেকে আজ চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র এসেছিল। কাগজপত্র যাচাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মীকে হত্যাচেষ্টা মামলায় রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে নায়িকার আইনজীবী জামিনের আবেদন করেন। এদিন শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে ১০ আগস্ট মাদকদ্রব্য আইনে করা মামলায় জামিন পান একা। এর ফলে তার মুক্তিতে বাধা ছিল।
গত ৩১ জুলাই দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়। এর মধ্যে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার প্রেক্ষিতে ৩১ জুলাই সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। আর এ মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।
প্রসঙ্গত, একার বাসায় তিন মাস ধরে কাজ করেছেন ওই গৃহকর্মী। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা। গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেন।
সান নিউজ/এমকেএইচ/এমআর