বিনোদন ডেস্কঃ
সিনেমা জগতের বাস্তব কিছু চিত্র, কিছুটা কল্পনা ও কিছুটা হাস্যরস মিশিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক 'ইস্কান্দার শাহ সুপারস্টার'। সিনেমার একজন জনপ্রিয় নায়কের জীবন যাপন, তার দৈনন্দিন জীবনের ব্যস্ততা, শুটিং চলাকালীন তার আচার ব্যবহার, তার ব্যক্তিগত জীবন এই সব বিষয়গুলোকেই অতিরঞ্জিত করে দেখানো হয়েছে নাটকটিতে।
এতে সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। চরিত্রে বৈচিত্র্যময়তার জন্য খ্যাত জাহিদ হাসান। একেক নাটকে দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে হাজির হন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা।
এবার তিনি হাজির হয়েছেন সিনেমার নায়ক সুপারস্টার ইস্কান্দার শাহ চরিত্রে। এ ব্যাপারে তিনি বলেন, চরিত্রটি একটু একরোখা স্বভাবের। নিজের ইচ্ছা মত চিত্রনাট্য তৈরি করা, প্রোডাকশনের লোকজনের সঙ্গে বাজে ব্যবহার করা, নায়িকার সঙ্গে অকারণে ঘনিষ্ঠ হওয়াই আমার কাজ। তবে নাটকের শেষে গিয়ে দর্শকেরা একটা উপভোগ্য ও মজার গল্প খুঁজে পাবেন।’
নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। তিনি বলেন, ‘প্রেমের দুনিয়া’ নামের একটি ছবির পরিচালক, ম্যানেজার, নায়িকা, বয় ও এক পাগলা নায়কের গল্প এটি। রয়েছে ফিল্ম ইউনিটের অদ্ভুত কিছু চরিত্র। নাটকটির মধ্যে সিনেমা জগতের কিছু বাস্তব চিত্র খুঁজে পাওয়া যাবে বলে তিনি জানান।
সিনেমার নায়িকা টুম্পা মনির চরিত্রে অভিনয় করেছে নীলাঞ্জনা নীলা। এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, মুনিরা মিঠুসহ প্রমুখ। পরিচালক জানান লকডাউনের আগেই শুটিং শেষ হয়েছিল। ঈদের দিন থেকে প্রতিদিন এক পর্ব করে নাটকটি দেখানো হবে আরটিভিতে।
সান নিউজ/ বি.এম.