নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ড শুনানির জন্য চিত্রনায়িকা পরীমনিকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে দেখা যায় পরীমনিকে। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতেও দেখা যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আলোচিত এ নায়িকাকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে নেয়া হয় আদালতের কাঠগড়ায়।
এর আগে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে রাখা হয় আদালতের হাজতখানায়।
সান নিউজ/এনএম