ইন্টারন্যাশনাল ডেস্ক:
চারিদিকে যখন একের পর এক বিপদের খবর শুনে মানুষ অসহায় তখন অস্ট্রিয়ার মানুষ পেলেন আনন্দের সংবাদ। অর্থ উপার্জন করতে কার না ভাল লাগে! আর সেটা যদি হয় খাওয়ার বিনিময়ে তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ ঠিকই পড়ছেন আপনি।
ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া হচ্ছে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ঘোষিত লকডাউন শেষ হওয়ায় শহরটির লোকদের ঘর থেকে বেরিয়ে রেস্তোরাঁয় খেতে উৎসাহিত করা হচ্ছে। এজন্য প্রতিটি পরিবার পাচ্ছে ৫০ ইউরোর (৪ হাজার ৭০০ টাকা) ভাউচার! শহরের মেয়র মাইকেল লুডউইগ এই ঘোষণা দিয়েছেন।
শহরে প্রায় সাড়ে ৯ লাখ পরিবারের বসবাস। এক টুইট বার্তায় মেয়র জানান, 'কোনও ঘরে একজন থাকলে ২৫ ইউরো আর একাধিক সদস্য থাকলে ৫০ ইউরো দেওয়া হবে। মেয়র আরো বলেন যে, ভিয়েনার রেস্তোরাঁগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের ৪ কোটি ইউরো বরাদ্দের পরিকল্পনা আছে।'
ভাউচারগুলো রেস্তোরাঁ ও ক্যাফেতে নগদ হিসেবে বিনিময় করা যাবে। তবে অ্যালকোহল পানীয়ের বিলের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।
করোনাভাইরাসের কারণে দুই মাস লকডাউন থাকার পর ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। নিয়মিত কাস্টমার না পেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই রেস্তোঁরা ও ক্যাফে মালিকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সে দেশের সরকার। ভাউচার উপহার দেওয়া এরই অংশ।