বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা জসিমের জন্মদিন আজ। তার আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
নায়ক হিসেবে পরিচিত হলেও জসিম ক্যারিয়ার শুরু করেছিলেন ভিলেন বা খলনায়ক হিসেবে। এমনকি ভিলেন হিসেবেও সাফল্য পেয়েছিলেন তিনি।
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।
সিনেমায় তার ক্যারিয়ার শুরু হয় ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে। এরপর পরিচিতি পান ‘দোস্ত দুশমন’ সিনেমায় কাজ করে।নায়ক জসিমের নামে বিএফডিসিতে রয়েছে একটি শুটিং ফ্লোর। ১৯৯৮ সালে তার মৃত্যুর পর এই নামকরণ করা হয়।
জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন।
সান নিউজ/ এমএইচআর