বিনোদন ডেস্ক : আজ ১৩ আগস্ট, বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর জন্মদিন। ১৯৬৩ সালের আজকের এই দিনে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তার মায়ের নাম রাজেশ্বরী ইয়াংগার ও বাবার নাম আয়াপ্পাঁ ইয়াংগার। ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন তিনি।
হলিউডের পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গ তার ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন শ্রীদেবীকে। ১৯৯৩ সালে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তখন বলিউডের বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। শ্রীদেবীর অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলো ‘নাগিনা’ ও ‘চাঁদনি’ নামের দুটি চলচ্চিত্র।
শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ। চলচ্চিত্রে এসে শ্রীদেবী নামে পরিচিত পান তিনি। তামিল ছবি ‘তুনাইভান’ তার প্রথম চলচ্চিত্র। ছবিটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ‘ষোলা সাওয়ান’। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে।
২০১৩ সালে বনি কাপুর প্রযোজিত ও গৌরি শিন্ডে পরিচালিত ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে ১৫ বছর পর বড়পর্দায় ফিরে এসে আলোড়ন সৃষ্টি করেন শ্রীদেবী। জাপানেও মুক্তি পেয়েছে এটি। স্বয়ং জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী ছবিটা দেখে দারুণ আপ্লুত হন।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেত্রী।