বিনোদন

অঞ্জনের নতুন ওয়েব সিরিজে চঞ্চল

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতশিল্পী অঞ্জন দত্ত। তবে গানের পাশাপাশি তিনি অভিনয় এবং নির্মাণেও পটু। বহু সিনেমায় তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। আবার নিজের নির্মাণের গুণেও দর্শকদের মন জয় করেছেন। ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়তা রয়েছে তার।

কিছুদিন আগেই মুক্তি পায় অঞ্জন দত্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। সেটার রেশ কাটতে না কাটতেই জানা গেল তার নতুন সিরিজের খবর। আর চমকপ্রদ ব্যাপার হলো, এই সিরিজে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

খবরটি চঞ্চল নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট অঞ্জন দত্তের সঙ্গে তার আলাপ হয়েছে। সবকিছু প্রায় চূড়ান্ত। আগামী অক্টোবরে সিরিজটির শুটিং শুরু হবে।

চঞ্চল চৌধুরী বলেন, “অঞ্জন দা’র সঙ্গে আমার এরই মধ্যে দুই-তিনবার ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা হয়েছে। গল্প, চরিত্র এবং কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে অক্টোবরে হয়তো কাজটা করবো। আর এটাও সত্যি যে, তার নির্দেশনায় কাজ করার ইচ্ছে রয়েছে আমার। এখন সব সময়ের ওপর নির্ভর করছে।’

নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও চঞ্চল চৌধুরী নিজেকে বিস্তৃত পরিসরে মেলে ধরেছেন। সিনেমায় তার সাফল্য ঈর্ষণীয়। এছাড়া ওয়েব সিরিজেও পেয়েছেন অসামান্য সাড়া। তার অভিনীত ‘তকদীর’ ও ‘কনট্র্যাক্ট’ সিরিজগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছে।

উল্লেখ্য, চঞ্চলকে সর্বশেষ দেখা গেছে ‘ঊণলৌকিক’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নামের দুটো সিরিজে। বর্তমানে আরও কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে তার হাতে। এছাড়া ‘পাপ পুণ্য’ ও ‘হাওয়া’র মতো কাঙ্ক্ষিত সিনেমাগুলোর কাজও সেরে রেখেছেন তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা