বিনোদন প্রতিবেদক : ঢালিউডের চলচ্চিত্র পরিচালক বাবুরাজ খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘বাবুরাজ ভাই আমাদের সমিতির সম্মানিত সদস্য। তিনি পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদেরও সদস্য ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।'
বাবুরাজ ১৯৫৬ সালের ১৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হাসিবুল রহমান খান। তবে পর্দায় তাকে সবাই ‘বাবুরাজ খান’ নামে চিনতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক কার্যকরী সদস্য। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাষাণ’সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে।
সান নিউজ/এমএইচ