বিনোদন

বিয়েতে কাঞ্জিভরাম পরবেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : প্রতিটা নারীই তার বিয়েটা স্মরণীয় করে রাখতে চায়। আর সেটা যদি হয় কোনো বলিউড তারকা, তাহলে তো কথাই নেই!

বলিউডের তরুণ তারকা জাহ্নবী কাপুরও তার বিয়ের সমস্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। কোথায় বিয়ে করবেন, কেমন হবে সেই আয়োজন, এমনকি তিনি কীভাবে সাজবেন, সেটাও ঠিক করে নিয়েছেন।

জাহ্নবী জানান, ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে অনেক দিনব্যাপী নয়। দিন দুয়েকের মধ্যেই নিজের বিয়ের আয়োজন সারতে চান তিনি। তবে এর আগে অবশ্যই ব্যাচেলর পার্টি করবেন। ইতালীর তিররেনীয় সাগরে অবস্থিত কেপ্রি দ্বীপে একটা বিলাসবহুল ইয়টে সেই পার্টি করার ইচ্ছে তার।

অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে রীতি মেনেই বিয়ের আয়োজন করবেন জাহ্নবী। তবে সংগীত ও মেহেদির অনুষ্ঠান হবে তামিলনাডুর মাইলাপুরে। যেখানে তার জন্ম হয়েছিল, সেখানেই।

তারকাদের বিয়ের একটি আকর্ষণীয় আয়োজন হলো রিসিপশন। কিন্তু এই অংশটি নিজের বিয়েতে রাখতে চান না জাহ্নবী। তিনি বলেন, ‘ওটা কি খুব জরুরি? না, তাহলে দরকার নেই।’

শুধু এটুকুই নয়, জাহ্নবী ভেবে নিয়েছেন তার বিয়ের মঞ্চ কীভাবে সাজানো হবে। জানালেন, জুঁইফুলের কারুকাজে সাজানো হবে তার বিয়ের মঞ্চ। তার সঙ্গী হিসেবে থাকবেন বোন খুশি খাপুর, সৎ বোন অংশুলা কাপুর এবং বন্ধু তানিশা সন্তোষি।

বিয়ের দিন কাঞ্জিভরাম অথবা পট্টু পাভাদাই শাড়ি পরবেন জাহ্নবী। সেই শাড়ির রঙ হবে সোনালি আর আইভরির মিশেলে। মেহেদি আয়োজনে গোলাপি এবং সংগীতে হলুদ রঙের সাবেকি পোশাক থাকবে তার পরনে।

এখন প্রশ্ন হলো, বিয়ের সব পরিকল্পনাই তো সম্পন্ন। কিন্তু পাত্রটা কে? জবাবে জাহ্নবী বললেন, ‘আমার বর হবে এমন একজন মানুষ, যার মনটা খুব পবিত্র। এখনো পর্যন্ত সেরকম কাউকে খুঁজে পাইনি। আশা করছি শিগগির পেয়ে যাব।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা