বিনোদন

‘শকুনের সিনেমাটি আলাদা’

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র পরিচালক শকুন বাত্রার পরবর্তী ছবির লিডিং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। ক্যাপশনে দীপিকা নীরবতা বজায় রাখার জন্য তার ভক্তদের আহ্বান জানিয়েছেন। কিছুটা রহস্যের ভঙ্গিতে অভিনেত্রী লিখেছেন, ‘চুপ...কাজ চলছে।’

তিনি তার ইস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন। ইতোমধ্যেই তা ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, দীপিকা চেয়ারে বসে মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছেন। পরণে একটি হুডি এবং প্যান্ট। তার চুল বাঁধা। ফ্রেমে রয়েছেন পরিচালক শকুনও।

এদিকে উচ্ছ্বসিত ভক্তরা দীপিকার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন বলেছেন, ‘দুর্দান্ত দেখাচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘হুডিসহ অসাধারণ লাগছে।’

অন্য আর এক ভক্ত লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’ আবার কেউ কেউ অতি উৎসাহের সঙ্গে দীপিকাকে দীপু সম্বোধন করে লিখেছেন, ‘দীপু ছবির নামটা তো বলে দাও। কত দিন আর শকুন বাত্রার পরবর্তী ছবি বলে চালাবে।’

শকুনের এই ছবিতে দীপিকার পাশাপাশি গাল্লি বয় খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডেকেও দেখা যাবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এই প্রোজেক্টটি 'বেশ চ্যালেঞ্জিং' এবং এটিকে কোনোভাবেই লাইট সিনেমা বলা যায় না। এটি আর পাঁচটা বলিউড সিনেমার মতো একদমই হবে না। এতে এমন অনেককিছুই দেখানো হবে, যা বলিউড সিনেমায় বেশি দেখা যায় নি। ফিল্মি ভাষায় এটিকে 'ডোমেস্টিক নোয়ার' বলা হয়।’

তিনি বলেন, ‘আমি মনে করি না যে এটি এমন একটি ঘরানা, যার সঙ্গে আমরা খুব পরিচিত। কিন্তু একই সঙ্গে দর্শকরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। কারণ আমরা বিভিন্নভাবেই সেই ঘরানার সংস্পর্শে এসেছি, তা হলিউড চলচ্চিত্র বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে হোক না কেন’।

উল্লেখ্য, দীপিকার হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। যার মধ্যে রণবীর সিংয়ের অভিনীত এবং কবির খান পরিচালিত ‘৮৩’ রয়েছে। এছাড়া হাতে আছে ‘পাঠান’। এতে তাঁর সঙ্গে কাজ করতে দেখা যাবে সুপারস্টার শাহরুখ খানকে।

অন্যদিকে ‘ফাইটার’ সিনেমায় আরও এক সুপারস্টার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাধতে দেখা যাবে লাস্যময়ীকে। পাশাপাশি রামায়ণ, মহাভারতের মতো বিগ বাজেটের প্রজেক্টও হাতে রয়েছে দীপিকার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‌্যাবের ডিজি

বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে কোনো সমস্যা হবে না; সব ধরনের প্রস্তুতি নেওয়া হয...

‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ রবিবার (১৩ এপ্রিল) বেশ কিছু খেলা...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা