বিনোদন

টানা ১৭ কি.মি. হেঁটেছেন বিদ্যা!

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা পর্যন্ত ১৭ কিলোমিটার। এই দীর্ঘ পথ একটানা হেঁটেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু কেন? জবাবটা দিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, একটা সময় পরপর কয়েকটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি। যা ছিল একেবারে অপ্রত্যাশিত। কর্মহীন হতাশা আর ক্ষোভ চেপে বসে তার ওপর। সেই চাপা রাগ ঝাড়তেই উদ্দেশ্যহীনভাবে হাঁটা শুরু করেছিলেন বিদ্যা। হাঁটতে হাঁটতে মুম্বাই মেরিন ড্রাইভ থেকে চলে গেছেন বান্দ্রা পর্যন্ত।

বিদ্যা বলেন, ‘ওই পরিস্থিতিতে সব চিন্তা-ভাবনা ধোঁয়াটে হয়ে গিয়েছিল। নিজেই বুঝতে পারছিলাম না কী করছি। আজ হয়তো শরীর চর্চার জন্য নিয়ম করে মেপে হাঁটাহাঁটি করি। কিন্তু সেদিন আর কিছু করার উপায় ছিল না আমার কাছে। কোনোকিছু না ভেবেই হাঁটা শুরু করেছিলাম। কোথায় যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম, কিছুই মাথায় ছিল না।’

‘কাহানি’ খ্যাত এ অভিনেত্রী আরও বলেন, ‘আমার মনে হয় অনেকক্ষণ টানা হাঁটলে মন ও মস্তিষ্ক সাফ হয়ে যায়। সেদিন যেমন হয়েছিলাম। এতটাই রাগ হয়েছিল যে হাঁটার সময় ক্ষুধা তৃষ্ণা, ব্যথা সবকিছু ভুলে গিয়েছিলাম।’

বিদ্যা জানান, ওই সময়ে কিছু নির্মাতা ও প্রযোজক তার শরীর নিয়ে এতো কদর্য মন্তব্য করেছিল যে, সেগুলো শোনার পর কয়েক দিন আয়নার সামনেই যাননি তিনি। অবশ্য ওই মন্তব্যগুলো তাকে দমিয়ে দিতে পারেনি। বরং আরও উজ্জ্বল হয়ে তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে।

অভিনেত্রীর ভাষ্য, ‘এতকিছুর পরেও আশা হারাইনি। প্রতিদিন নিজেকেই উদ্বুদ্ধ করতাম। জানতাম ঠিক একটা না একটা সুযোগ আসবেই। ২০০২-০৩ সালে দক্ষিণী ইন্ডাস্টির বিভিন্ন পরিচালক, প্রযোজকদের অফিস থেকে প্রতিদিন খালি হাতে বাড়ি ফিরে চোখের জল ফেলতাম। তবে পরদিন ভোরে ফের চেষ্টায় নেমে পড়তাম। অবিরাম চেষ্টা করে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’

প্রসঙ্গত, পদ্মশ্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গেছে ‘শেরনি’ সিনেমায়। কিছুদিন আগেই সিনেমাটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

অক্টোবরে সড়কে ঝরল ৪৭৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : দেশে গত অক্টোবরে মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনায়...

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষদের জন্য ত্বকে...

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

ফার্মগেট মানসী প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার বেজমেন্টে...

বিচারের আগে আ.লীগের পুর্নবাসন নয়

নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি তিনি এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা